শনিবার   ২৩ আগস্ট ২০২৫ || ৭ ভাদ্র ১৪৩২ || ২৫ সফর ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:১৮, ১৬ এপ্রিল ২০২৪

অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

টানা কয়েক দিন ধরে চলা তাপদাহে নগর জীবনে যখন হাঁসফাঁস অবস্থা তখন রাজধানীতে দেখা মিলেছে বৃষ্টির। এতে জনজীবনে নেমে এসেছে প্রশান্তি।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকেই আকাশে মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল। অবশেষে বেলা তিনটার পর কালো মেঘে ঢেকে যায় আকাশ। নামে বৃষ্টি।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর প্রায় সব এলাকাতেই বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ বেশি না হলেও এতে রাস্তাঘাট ভিজেছে এবং তাপদাহের তীব্রতা কিছুটা কমেছে। ফলে জনমনে নেমে এসেছে স্বস্তির আবহ।

হঠাৎ বৃষ্টিতে গণপরিবহনের যাত্রী ও সড়কে থাকা পথচারীরা কিছুটা ভোগান্তিতে পড়েন। তবে গরমে অতিষ্ঠ হয়ে ওঠা অনেককে ইচ্ছা করে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে।

ঢাকায় বৃষ্টি হতে পারে সেই আভাস আগেই দিয়েছিল আবহাওয়া অফিস। পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রংপুর ও নীলফামারী জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

 

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত