বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ || ২৬ বৈশাখ ১৪৩১ || ২৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট আরোপের বিষয়ে কিছুই জানে না সরকার

অপরাজেয় বাংলা ডেস্ক

১৪:৫৭, ৫ এপ্রিল ২০২৪

১৫৭

মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট আরোপের বিষয়ে কিছুই জানে না সরকার

চলতি বছরের ১ জুলাই থেকে মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ ভ্যাট আরোপের কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, হঠাৎ করে কারা জুলাই থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট ১৫ শতাংশ বাড়বে বলে ঘোষণা দিল, এ সম্পর্কে আমরা কিছুই জানি না।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে আওয়ামী মৎস্যজীবী লীগ আয়োজিত ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সরকারের উচ্চ পর্যায়ের কোনো সিদ্ধান্ত হওয়ার আগে হুট করে কারা এ ধরনের খবর দিল আমি জানি না। বিষয়টি সাংবাদিকদের জিজ্ঞাসা করা উচিত ছিল।

ভ্যাট আরোপের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করা হবে জানিয়ে তিনি বলেন, গণপরিবহণের একটি বিশেষ সেবাধর্মী পরিবহন মেট্রোরেল। মানুষ এর সুফল পাচ্ছে। এখনো জুলাই মাস অনেক দূরে। আমরা এ নিয়ে কোনো সিদ্ধান্তও নেইনি।

এদিকে, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার অত্যন্ত কঠোর অবস্থানে আছে। প্রশাসন দৃষ্টি রেখেছে। একটি বিষয় নিয়ে গোটা পার্বতী চট্টগ্রাম অশান্ত হবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। অচিরেই এর সমাধান হয়ে যাবে। এ ঘটনার পেছনে কে বা কারা জড়িত বা কোন গোষ্ঠী জড়িত, সরকার তা খতিয়ে দেখছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত