রোববার   ২৮ এপ্রিল ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১ || ১৬ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের নতুন কমিটি

অপরাজেয় বাংলা ডেস্ক

১৩:৪৬, ৯ মার্চ ২০২৪

১৬৮

ঢাবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ মো. শামসুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মীর আত্তাকী মাসরুরুজ্জামান রনি। 

শুক্রবার বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এতে বিভাগের সাবেক শিক্ষার্থীরা ভোটপ্রদান করেন। ভোটগণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান। 

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কবীর মাহমুদ, ইসলামী ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট কামাল উদ্দীন জসিম, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সদস্যসচিব মানস ঘোষ ও পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক গিয়াস উদ্দিন।
 
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্রীড়া সম্পাদক হাসান উল্ল্যাহ খান রানা, আরটিভির সংবাদ উপস্থাপক শারমিন ইফফাত শামস তুলি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।

কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বিবিসি বাংলার সাংবাদিক রাকিব হাসনাত সুমন, প্রকাশনা সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপারসন শারমিন আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন উন্নয়ন কর্মী মোস্তফা মোহাম্মদ তাহান, যোগাযোগ সম্পাদক হয়েছেন ডেইলি সানের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান ও দপ্তর সম্পাদক হয়েছেন তারেক হাসান নির্ঝর। 

এ ছাড়া ১৫ জনের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- তরিকুল ইসলাম খান রবিন, মো. আলী আসিফ শাওন, মহিউদ্দিন মুজাহিদ মাহী, মুহাম্মদ জাহিদুল ইসলাম (সজল জাহিদ), কে এম শাখাওয়াত মুন, নাজমুল আলম নবীন, মাজহারুল আনোয়ার খান শিপু, লোপা হোসাইন, শওকত আহমেদ ফরিদী, রেজা ফরহাদ, শারমিন আখতার, মাসউদ বিন আবদুর রাজ্জাক, আমিনা ইসলাম, রফিকুল ইসলাম এবং অলিউর রহমান।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমানের সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি কাজি রওনাক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মফিজুর রহমান এবং সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত