শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় মিডিয়ার দায়িত্বশীল অংশগ্রহণ আবশ্যক

স্টাফ করেসপন্ডেন্ট

২৩:০৪, ১৯ মে ২০২৩

২৩৬

স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় মিডিয়ার দায়িত্বশীল অংশগ্রহণ আবশ্যক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, উন্নয়নের অভিযাত্রী অদম্য বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের অগ্রযাত্রায় মিডিয়াসহ সকলের দায়িত্বশীল অংশগ্রহণ একান্ত আবশ্যক। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছেন।'

স্পিকার আজ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি)- এ গ্রীণ মাল্টিমিডিয়া লিমিটেডে আয়োজিত  'গ্রীণ টেলিভিশন'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

রংধনু গ্রুপের চেয়ারম্যান এবং গ্রীণ টিভির পৃষ্ঠপোষক আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ। বিশেষ বক্তব্য রাখেন  গ্রীণ টিভির পরিচালক আমীন হেলালী। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

ড. শিরীন শারমিন চৌধুরী। বলেন, গ্রীণ টেলিভিশনের লোগোতে লাল সবুজের অপূর্ব সমন্বয় রয়েছে। মহান মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ও সঠিক ইতিহাস প্রচারের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গ্রীণ টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বমানের অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে বিশ্বের নিকট তুলে ধরতে এই টেলিভিশন অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্পিকার বলেন, সকল কার্যক্রম পরিচালনায় পরিবেশকে গুরুত্ব দিতে হবে। কোভিড পরবর্তী 'বিল্ড বেটার, বিল্ড গ্রীনার' স্লোগানকে প্রাধান্য দিয়ে পরিবেশ সংরক্ষণের বিষয়গুলোতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিতে কার্যক্রম গ্রহণ করতে হবে টেলিভিশনটিকে৷

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ আজ সম্পূর্ণ রুপে  কার্যকর। ডিজিটাল বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত প্রযুক্তিগত জ্ঞান আবশ্যক। তরুণরা সাংবাদিকতা পেশায় যুক্ত হয়ে তাদের মেধা ও যোগ্যতার সদ্ব্যবহারের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সমর্থ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।  
এসময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ গ্রীণ টিভির লোগো উন্মোচন করেন এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কেক কেটে গ্রীণ টেলিভিশনের উদ্বোধন করেন।
এ অনুষ্ঠানে সংসদ সদস্যবৃন্দ, মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ, টেলিভিশন ও মিডিয়া জগতের শিল্পী ও কলাকুশলীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত