শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক যুগ্ম সচিবের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট

০০:৪৬, ১১ অক্টোবর ২০২১

৫২৪

অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক যুগ্ম সচিবের বিরুদ্ধে দুদকের মামলা

ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারের পৌনে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে যুগ্ম সচিব ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের সাবেক পরিচালক ড. আশরাফুন্নেছার বিরুদ্ধে মামলা করেছে ‍দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। 

মামলায় সাবেক যুগ্ম সচিব আশরাফুন্নেছার বিরুদ্ধে ভুয়া ভাউচারের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বাজার দরের চেয়ে বেশি দামে কেনাকাটা দেখিয়ে ওই অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

ড. আশরাফুন্নেছা ২০১৮ সালের মে থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক পদে ছিলেন। সেই সময় ক্ষমতার অপব্যবহার করে প্রকৃত বাজারদরের চেয়ে অধিক দামে জিনিসপত্র ক্রয় করেন এবং ভুয়া বিলের মাধ্যমে টাকা উত্তোলন করেন। এ কারণে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭ (ক) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

এজাহারে বলা হয়, ২০১৮ সালের ১ জুলাই থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত আইইএম ইউনিটের বিভিন্ন সেমিনার ও কনফারেন্স এবং প্রশিক্ষণ খাতের ৮৭টি বিলের মাধ্যমে মোট ৪ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৭৯০ টাকার বিল হিসাব রক্ষণ অফিস থেকে পাস হয় এবং সমপরিমাণ অর্থ তোলা হয়।

সেই অর্থের মধ্যে নিজের (পরিচালক) স্বাক্ষরিত ভুয়া ভাউচার ও মূল্য অধিক দেখিয়ে বানানো ভাউচারের মাধ্যমে এক কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৭৫২ টাকা উত্তোলন করে আশরাফুন্নেছা আত্মসাত করেছেন বলে অভিযোগ করা হয় মামলায়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত