শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৬ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঝুমন দাস এর মুক্তির দাবিতে উদীচী`র প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

অপরাজেয় বাংলা ডেস্ক

০২:০০, ৮ সেপ্টেম্বর ২০২১

১১৬০

ঝুমন দাস এর মুক্তির দাবিতে উদীচী`র প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

ঝুমন দাস
ঝুমন দাস

গত ১৭ মার্চ সুনামগঞ্জের শাল্লায় নোয়াগাও হিন্দু পল্লীতে সম্প্রদায়িক হামলা চালায় মৌলবাদী গোষ্ঠী। অন্যদিকে ফেইজবুকে একটি স্ট্যাটাস দেওয়ার কারণে ঝুমন দাসকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে কারাগারে আটক করে রাখা হয়েছে। এখন পর্যন্ত সাতবার আবেদন করেও ঝুমন দাসের জামিন পাওয়া যায়নি। অথচ যারা হামলার সাথে জড়িত তারা প্রত্যেকেই জামিনে এখন মুক্ত রয়েছেন। 

ঝুমন দাসকে কারাগারে আটকে রাখার প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আগামীকাল বুধবার সারাদেশে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের ডাক দিয়েছে। কেন্দ্রীয়ভাবে আগামীকাল বিকেল সাড়ে চারটায শাহাবাগে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হবে। 

উদীচী ছাড়াও প্রাচ্যনাট, বটতলা, থিয়েটার ৫২ সহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এছাড়া আগামীকালের কেন্দ্রীয় সমাবেশে ঝুমন দাসের স্ত্রী সুইটি দাস, পুত্র ও ভাই উপস্থিত থাকবেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত