শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৬ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডেঙ্গুতে মৃত্যু হলে পরিবার সহযোগিতা পাবে

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:১৫, ৩ সেপ্টেম্বর ২০২১

৪৪১

ডেঙ্গুতে মৃত্যু হলে পরিবার সহযোগিতা পাবে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার পরিবার থেকে আর্থিক সহযোগিতা চাইলে তা বিবেচনা করা হবে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার পরিবার থেকে আর্থিক সহযোগিতা চাইলে তা বিবেচনা করা হবে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার পরিবার থেকে আর্থিক সহযোগিতা চাইলে তা বিবেচনার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। এ ছাড়া, চলতি মাসের শেষের দিক থেকে ডেঙ্গুর প্রকোপ কমতে আসতে পারেও আশা তার।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসিতে) ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘ডেঙ্গুর প্রকোপ রোধে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ’ বিষয়ে এই আয়োজন করে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ নামে একটি সংগঠন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা দেয়া হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবার থেকে কেউ যদি সহযোগিতার জন্য আবেদন করেন তাহলে সেটি অবশ্যই বিবেচনায় নেয়া হবে।

‘প্রতিটি মৃত্যুই অত্যন্ত বেদনাদায়ক যা আমাদেরকে মর্মাহত করে। আমরা কেউ এ ধরনের মৃত্যু চাই না। কিন্তু দুঃখজনক ভাবে যারা মারা গেছেন তাদের কোনো পরিবার সহযোগিতা চাইলে সেটা আমলে নেয়া হবে।’

মৃত্যু নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য তৈরি হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারি এবং বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগে যারা আক্রান্ত অথবা মৃত্যুবরণ করছেন তাদের তথ্য নিয়মিত স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করা হচ্ছে। একাধিক উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করায় শুধু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাকি অন্য কোন কারণে মারা গেছেন এগুলো আইইডিসিআর থেকে পরীক্ষা-নিরীক্ষা করতে হয়তো একটু সময় লাগতেছে, কিন্তু সব হাসপাতাল থেকে সঠিক তথ্য আসতেছে।’

তাজুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগ এবং জলবায়ু পরিবর্তনের ফলে এ মাসের পর থেকে আমাদের দেশে এডিস মশা এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব কমবে।’

প্রকোপ বাড়লেই শুধু সরকার কাজ করে- এমন অভিযোগ নাকচ করে তাজুল ইসলাম বলেন, ‘মশার প্রকোপ বাড়লেই শুধু নিধন শুরু হয় এটি ঠিক নয়। সরকার সারা বছর ধরেই মশক নিধন কার্যক্রম পরিচালনা করে থাকে।’

মশার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বছর জুড়ে কাজ চলমান জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রতি মাসেই সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়ে সভা করে স্ব স্ব দায়িত্ব বণ্টন করে দেয়া হয়। এর পর সবাই অর্পিত দায়িত্ব পালন করেন। এ ব্যাপারে কারও অবহেলা করার সুযোগ নেই।’

ডেঙ্গু নিয়ন্ত্রণে মন্ত্রণালয়, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কাজ করলেও জনসম্পৃক্তকার কোনো বিকল্প নেই বলে মনে করেন মন্ত্রী।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত