শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বের হওয়ার যৌক্তিক কারণ না দেখাতে পারায় আটক শতাধিক

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:০৭, ১ জুলাই ২০২১

৫১৭

বের হওয়ার যৌক্তিক কারণ না দেখাতে পারায় আটক শতাধিক

আটক হওয়া ব্যক্তিরা কেউই রাস্তায় বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে পারেনি
আটক হওয়া ব্যক্তিরা কেউই রাস্তায় বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে পারেনি

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে দেওয়া কঠোর লকডাউনের প্রথম দিনে অর্ধেক বেলাতেই রাজধানীতে আটক হয়েছেন অর্ধশত মানুষ। আটক হওয়া ব্যক্তিরা কেউই রাস্তায় বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে পারেনি বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

ডিএমপিসূত্র বলছে, ‘প্রতিটি থানার পুলিশ সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন। কোনো যৌক্তিক কারণ ছাড়া ঘরের বাইরে আসায় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।’

এ ছাড়া কিছু যানবাহন আটকানো হয়েছে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এর আগে বুধবার শাটডাউন বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছিলেন আইজিপি বেনজীর আহমেদ।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘কেউ অকারণে বের হলে আমরা জিজ্ঞাসাবাদ করব, প্রয়োজনে ম্যাজিস্ট্রেট নিয়ে ব্যবস্থা নেব। অকারণে বের হলেই বেশ আইনি ঝামেলায় পড়তে হবে। যানবাহন ব্যবহার করলে মোটরযান আইনে ব্যবস্থা নেব।’

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ মোকাবিলায় সরকার ৭ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন দিয়েছে। এ সময়ে জরুরি পরিষেবার বিভাগ ছাড়া বন্ধ থাকবে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত