বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫ || ১৬ পৌষ ১৪৩২ || ০৮ রজব ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টানা ২য়বারের মত ‘৫ম এমারজিং এশিয়া ইনসিওরেন্স এ্যাওয়ার্ড’ অর্জন করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স

অপরাজেয় বাংলা ডেস্ক

১৩:২৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৩:৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

৪৯০১

টানা ২য়বারের মত ‘৫ম এমারজিং এশিয়া ইনসিওরেন্স এ্যাওয়ার্ড’ অর্জন করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স

বীমা খাতে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২য় বারের মত আইসিসি এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড পেয়েছে চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স।

গত ৭ ফেব্রুয়ারী ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের উদ্যোগে ব্যাংককে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে সোনালী লাইফ এর পক্ষ থেকে মর্যাদাপূর্ণ এ পুরস্কার গ্রহণ করেন সোনালী লাইফের  ম্যানেজার আহমেদ সারওয়ার জনি।

সোনালী লাইফ এবারের ‘৫ম এমারজিং এশিয়া ইনসিওরেন্স এ্যাওয়ার্ড’ এ মোট ৩ টি বিভাগে পুরষ্কার জিতেছে। যার মধ্যে রয়েছে- ‘বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি –বাংলাদেশ’  এ্যাওয়ার্ড, ‘বেস্ট রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি –বাংলাদেশ’ এ্যাওয়ার্ড’ ও ‘বেস্ট কাস্টমার অরিয়েন্টেড কোম্পানী-বাংলাদেশ’ পুরস্কার।

সোনালী লাইফের এই সাফল্যের অগ্রযাত্রায় সম্মানিত  সকল গ্রাহক, শেয়ার হোল্ডার ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে সোনালীর ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা, জনাব রফিকুল ইসলাম বলেন নানান ঘাত প্রতিঘাত মোকাবেলা করে সোনালী তার গ্রাহকের আস্থাকে পুজি করে অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।

সোনালী  লাইফ এর এই সাফল্যের পেছনে কোম্পানিটির সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস এর অবদান কে স্মরন করে বলেন তার তৈরি করা নীতি ও পথে সোনালী লাইফ তার কাংখিত লক্ষ্য মাত্রা অর্জনে অবিচল থাকবে এবং প্রবৃদ্ধির ইতিবাচক ধারা অব্যাহত রাখবে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank