বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ || ২ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৬ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আরও ৪ বিএনপি নেতা বহিষ্কার

অপরাজেয় বাংলা ডেস্ক

২০:০২, ১৬ মে ২০২৪

৩৮

আরও ৪ বিএনপি নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় আরও চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি। 

এতে বলা হয়, আগামী ২৯ মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করায় তাদেরকে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে তৃতীয় ধাপের ভোটে যাওয়া ৫৫ নেতাকে বহিষ্কার করল দলটি। 

সর্বশেষ বহিষ্কৃত চার নেতা হলেন- ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ঈসারত মুন্সি (ভাইস চেয়ারম্যান প্রার্থী), হবিগঞ্জের সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল হক টিপু (ভাইস চেয়ারম্যান প্রার্থী), টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুস সামাদ দুলাল (চেয়ারম্যান প্রার্থী) এবং পাবনার আটঘরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ আলী প্রামানিক (ভাইস চেয়ারম্যান প্রার্থী)। 

এর আগে প্রথম ধাপের ভোটে অংশ নেওয়া ৮০ নেতাকে বহিষ্কারের পর দ্বিতীয় ধাপের নির্বাচনে যাওয়া ৬৯ নেতাকে বহিষ্কার করা হয়। দ্বিতীয় ধাপের ভোট হবে ২১ মে। উপজেলা ভোটে অংশ নেওয়ায় সব মিলিয়ে মোট ২০৪ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত