হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া
হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া
![]() |
১২ দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে একটু আগে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হয় তাকে বহনকারী গাড়ি।
মঙ্গলবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় হাসপাতাল ছেড়ে বাসভবনের উদ্দেশে রওনা হন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওয়া হয়েছেন। বিকেল সাড়ে ৫টায় তিনি হাসপাতাল ছাড়েন।
এদিকে, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের আরেক সদস্য শায়রুল কবির খান জানান, ইতোমধ্যে ম্যাডামের গুলশানের বাসভবনে এসে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। তারা ম্যাডামকে বাসায় স্বাগত জানাবেন এবং তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেবেন।

আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- স্বর্ণের দাম আবার কমলো
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ