শেখ হাসিনার শাসনামলে সবচেয়ে বেশি লাঞ্ছিত নারীরা: রিজভী
শেখ হাসিনার শাসনামলে সবচেয়ে বেশি লাঞ্ছিত নারীরা: রিজভী
![]() |
শেখ হাসিনার গত ১৬ বছরের শাসনামলে নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছিত ও অপমানিত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজ এমন একটি সময় আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে, যখন ঘরে-বাইরে সবখানে নারীরা নির্যাতিত-নিপীড়িত। শেখ হাসিনার ১৬ বছরের শাসনে সবচেয়ে বেশি লাঞ্ছিত ও অপমানিত হয়েছেন নারীরা।
শুক্রবার (৮ মার্চ) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত আছে ডামি সরকার। পদ্মা সেতু থেকে ফেলে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। শেখ হাসিনার প্রধান টার্গেট এখন খালেদা জিয়া। অন্যায়ভাবে খালেদা জিয়াকে জেলে রেখে কেবল একজন রাজনৈতিক নেত্রীকেই নয়, বরং বাংলাদেশের কণ্ঠকে রুদ্ধ করে রাখা হয়েছে।
তিনি বলেন, আপনি রাজনীতি করেন আর না করেন, কেউ ভালো নেই। সরকারের থাবা থেকে একজন নোবেল বিজয়ীরও রেহাই মিলছে না। গত ১৫ বছরে সংখ্যালঘুদের ওপর হামলার একটি ঘটনারও সুষ্ঠু তদন্ত কিংবা বিচার হয়নি। দেশে সংঘটিত একটি অগ্নিকাণ্ডেরও বিচার হয়নি। ব্যাংক খেকোদের বিচার হয়নি। অথচ একজন নোবেল বিজয়ীকে আদালতের বারান্দায় ঘুরে বেড়াতে হচ্ছে।

আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- স্বর্ণের দাম আবার কমলো
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ