বুধবার   ১৫ মে ২০২৪ || ৩১ বৈশাখ ১৪৩১ || ০৪ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

লাইফ সাপোর্টে খোন্দকার ইব্রাহিম খালেদ

স্টাফ করেসপন্ডেন্ট

১১:৩৩, ২২ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১১:৩৫, ২২ ফেব্রুয়ারি ২০২১

৫৮৯

লাইফ সাপোর্টে খোন্দকার ইব্রাহিম খালেদ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তার চিকিৎসা চলছে। 

খোন্দাকার ইব্রাহিম খালেদের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমকে বলেন, ১৯ ফেব্রুয়ারি থেকে তার অবস্থার অবনতি হতে শুরু করে। রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। 

উপাচার্য আরও বলেন, 'তিনি সম্ভবত ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তবে শারীরিক অবস্থার কারণে সিটি স্ক্যানের মাধ্যমে বিষয়টি পরীক্ষা করার কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি করোনাক্রান্ত হন খোন্দকার ইব্রাহিম খালেদ। তখন রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে তাকে রাখা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত