মঙ্গলবার   ১৪ মে ২০২৪ || ৩১ বৈশাখ ১৪৩১ || ০৪ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস প্যারেডে বাংলাদেশ কন্টিনজেন্ট

নিউজ ডেস্ক

১৭:৪৮, ২৬ জানুয়ারি ২০২১

আপডেট: ১৭:৫৭, ২৬ জানুয়ারি ২০২১

৬২২

ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস প্যারেডে বাংলাদেশ কন্টিনজেন্ট

ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশ কন্টিনজেন্ট
ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশ কন্টিনজেন্ট

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণে প্রথমবারের মত বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সমন্বিত কন্টিনজেন্ট (মার্চিং ব্যান্ডসহ) ভারতের প্রজাতন্ত্র দিবস প্যারেডে অংশ নিয়েছে।

লে. কর্নেল আবু মো: শাহনুর শাওন, পিএসসি এর নেতৃত্বে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চৌকস প্যারেড কন্টিনজেন্টটি মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে দিল্লির রাজপথে আয়োজিত ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস প্যারেডের প্রধান অতিথিকে সালাম প্রদর্শন করে।

আইএসপিআর জানায়, এই কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীসহ সকল রাষ্ট্রীয় পর্যায়ে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদী। 

আগামী ৩০ জানুয়ারি সমন্বিত কন্টিনজেন্টটি দেশে ফিরবে। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত