রোববার   ২৪ আগস্ট ২০২৫ || ৮ ভাদ্র ১৪৩২ || ২৬ সফর ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বুধবার ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:৪৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

বুধবার ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে ইউটিলিটি প্রতিস্থাপন/অপসারণ প্রকল্পের আওতায় মগবাজার এলাকায় গ্যাস পাইপ লাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য বুধবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলী, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট এলাকা) এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত