রোববার   ১৯ মে ২০২৪ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৯ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাজেটে কলমের দাম না বাড়ানোর দাবি তোলা হবে : শিক্ষামন্ত্রী

অপরাজেয় বাংলা ডেস্ক

১৭:৩১, ৩ জুন ২০২৩

২৭৯

বাজেটে কলমের দাম না বাড়ানোর দাবি তোলা হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় কলমের দাম না বাড়ানোর দাবি তোলা হবে। ইতোমধ্যে আমরা নতুন শিক্ষাক্রম তৈরি করেছি।

শনিবার (৩ জুন) দুপুরে চাঁদপুর আল-আমিন স্কুল অ্যান্ড কলেজের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবারও গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইউসুফ গাজী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরন দাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, আল-আমিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত