শনিবার   ১১ মে ২০২৪ || ২৮ বৈশাখ ১৪৩১ || ০১ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পরমাণু বিদ্যুতের ভারি দুটি ইউনিট পৌঁছেছে রূপপুর

সিনিয়র করেসপন্ডেন্ট

১৮:২৫, ১৮ জুন ২০২১

আপডেট: ১৯:৩৪, ১৮ জুন ২০২১

৫১৫

পরমাণু বিদ্যুতের ভারি দুটি ইউনিট পৌঁছেছে রূপপুর

পরমানু বিদ্যুতের দুটি ইউনিট পৌঁছেছে
পরমানু বিদ্যুতের দুটি ইউনিট পৌঁছেছে

রাশিয়া থেকে এসেছে রূপপুর পরমাণু বিদ্যুতের দুটি ভারি ইউনিট।  ভারি ও বড় আকারের দুটি ইউনিট সেন্টপিটার্সবার্গ বন্দর থেকে কার্গোতে চেপে সমুদ্র পারি দেয়। ডেলো গ্রুপের রাসকন এই যন্ত্রাংশ সরবরাহ করেছে। 

ভারী দুটি পরমানু বিদ্যুৎ ইউনিটের একটির ওজন ৪৬৩ জন, অপরটির ১১৩টন। 

একই কার্গোতে দুটি উচ্চ ও ভারী ইউনিটের সাথে আর অন্তত ১০২টি প্রমাণ সাইজের যন্ত্রপাতি নিয়ে আসা হয়। সি নিউজ.আরইউ'র খবরে বলা হয়েছে সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে বাংলাদেশের মংলা বন্দরে পৌঁছায়।

সেখান থেকে সাধারণ যন্ত্রাংশগুলো ট্রাকে করে ইশ্বরদীতে রূপপুর পরমানু বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আর ভারী ইউনিটগুলো বার্জে করে নেওয়া হয়। 

জুনের গোড়ার দিকে পণ্যগুলো সরবরাহ সম্পন্ন করে রাসকন। 

এর আগ গত এপ্রিলের শেষভাগে বাংলাদেশে পরমাণু বিদ্যুতের রিঅ্যাক্টর পাঠায় রুশ প্রতিষ্ঠান অটোম্যাশ। যার মধ্যে ছিলো রিঅ্যাক্টর ভেসেল ও দুটি স্টিম জেনেরেটর।  রিঅ্যাক্টরটি ৩২০ টন ওজনের ১২ মিটার লম্বা । আর জেনেরেটর দুটোর প্রত্যেকটি ১৪ মিটার করে লম্বা এবং ওজন ৩৪০ টন করে। 

রূপপুর বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র। যা রাশিয়ার রোসাটম'র প্রকৌশল বিভাগ বাস্তবায়নের কাজ করছে। এই কেন্দ্র দুটি বিদ্যুত ইউনিট থাকবে। 

আরও পড়ুন: 

 

* খনন করা মোংলা-পাকশী নৌরুটে যাচ্ছে রূপপুর পরমাণু বিদ্যুতের ভারি যন্ত্রপাতি

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত