শুক্রবার   ২২ আগস্ট ২০২৫ || ৬ ভাদ্র ১৪৩২ || ২৫ সফর ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশের পতাকা নিয়ে রেকর্ড গড়া সেই আশিক পেলেন বড় দায়িত্ব

অপরাজেয় বাংলা ডেস্ক

১১:১৬, ১৩ সেপ্টেম্বর ২০২৪

দেশের পতাকা নিয়ে রেকর্ড গড়া সেই আশিক পেলেন বড় দায়িত্ব

সম্প্রতি বাংলাদেশের পতাকা হাতে উড়ন্ত বিমান থেকে লাফিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন স্কাইডাইভার ও ব্যাংকার আশিক চৌধুরী। গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মেমফিসে ৪১ হাজার ৭৯৫ ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দিয়ে এ রেকর্ড অর্জন করেন তিনি। দেশের হয়ে অনন্য রেকর্ড গড়া সেই আশিক এবার পেলেন বড় দায়িত্ব।

সিনিয়র সচিব পদমর্যাদায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আশিক চৌধুরী। যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আশিক চৌধুরীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় বিডার নির্বাহী চেয়ারম্যান পদে এ নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

এর আগে বিডার সাবেক চেয়ারম্যান লোকমান হোসেনের মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ গত ১৪ আগস্ট বাতিল করা হয়। তখন থেকে পদটি শূন্য ছিল।

আশিক চৌধুরী সিঙ্গাপুরের বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক। সিলেট ক্যাডেট কলেজে উচ্চ মাধ্যমিক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) লেখাপড়া করেছেন। ২০০৭ সালে স্নাতক শেষ করে যোগ দেন একটি আর্থিক প্রতিষ্ঠানে, কাজ করেন ২০১১ সাল পর্যন্ত। এরপর পড়তে যান যুক্তরাজ্যে।

কাজের ফাঁকে থাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীন স্কাইডাইভিংয়ের ওপর লম্বা প্রশিক্ষণ নেন আশিক চৌধুরী। গত বছর অর্জন করেন স্কাইডাইভারের লাইসেন্স।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত