শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৬ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেডিকেল রোবোটিক্স প্রতিযোগিতায় গ্লোবাল চ্যাম্পিয়ন এমআইএসটি

নিউজ ডেস্ক

১৬:৩০, ৮ ফেব্রুয়ারি ২০২১

৬৫৭

মেডিকেল রোবোটিক্স প্রতিযোগিতায় গ্লোবাল চ্যাম্পিয়ন এমআইএসটি

যুক্তরাজ্য রোবোটিক্স এন্ড অটোনোমাস সিস্টেম (UKRAS) নেটওয়ার্কের পৃষ্ঠপোষকতায় মেডিকেল রোবোটিকস ফর কন্টাজিয়াস ডিজিস চ্যালেঞ্জেস ২০২০ (অ্যাপ্লিকেশন বিভাগ)-এ মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ছাত্রদের একটি দল চ্যাম্পিয়ন হয়েছে। 

এমআইএসটির এই দলটি ‘UVC Purge V’ নামের একটি UVC Disinfection Robot তৈরি করেছে। এতে ৫০০০ ব্রিটিশ পাউন্ড প্রাইজ মানি অর্জন করেছে এমআইএসটি। 

ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন আয়োজিত অত্যন্ত মর্যাদাপূর্ণ বিশ্বজনীন এই প্রতিযোগিতার অনলাইন পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ছিলো গত ৪ ফেব্রুয়ারি।  

অন্য দুই বিজয়ী প্রতিষ্ঠান হচ্ছে যুক্তরাষ্ট্রের জনহপকিন্স বিশ্ববিদ্যালয় (উদ্ভাবন বিভাগ) এবং যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় (ডিজাইন বিভাগ)। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত