শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৬ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সব শিক্ষার্থী প্রথম ডোজের টিকা পেলে ২০ অক্টোবর খুলবে চবি

স্টাফ করেসপন্ডেন্ট

০১:০০, ১৭ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ০১:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২১

৪০৫

সব শিক্ষার্থী প্রথম ডোজের টিকা পেলে ২০ অক্টোবর খুলবে চবি

৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট মিলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ২৭ হাজার
৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট মিলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ২৭ হাজার

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আশানুরূপ অগ্রগতি হলে আগামী ২০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতারের কার্যালয়ে সিন্ডিকেটের ৫৩৪তম (এক্সট্রা অর্ডিনারি) সভায় এ বিষয়ে আলোচনা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, যেসব শিক্ষার্থীরা করোনার টিকা পেয়েছে তাদের নামের তালিকা করা হচ্ছে। যদি দেখা যায় সব শিক্ষার্থী করোনার প্রথম ডোজের টিকা পেয়ে গেছে তাহলে আগামী ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। যদিও এটি প্রাথমিক পরিকল্পনা, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট মিলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ২৭ হাজার। এর মধ্যে ২৪ হাজার শিক্ষার্থী টিকার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে নিবন্ধন করেছেন। 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১৩ হাজার ৫২০ শিক্ষার্থীর টিকাসংক্রান্ত তথ্য আছে। ২ দুই ডোজের টিকা নিয়েছেন ৪ হাজার ২৩১ জন, প্রথম ডোজের টিকা নিয়েছেন ২ হাজার ৩৭৯ জন এবং টিকা নেওয়ার জন্য এসএমএসের অপেক্ষা করছেন ৪ হাজার ৫২৯ জন। এ ছাড়া, টিকা নেওয়ার শর্তপূরণ না হওয়ায় ২ হাজার ৩৭৯ শিক্ষার্থী নিবন্ধন করতে পারেননি।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত