সোমবার   ১২ মে ২০২৫ || ২৯ বৈশাখ ১৪৩২ || ১২ জ্বিলকদ ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বজ্রপাত ও ঝড়ে সারাদেশে ১০ জনের মৃত্যু

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:৪৫, ১১ মে ২০২৫

বজ্রপাত ও ঝড়ে সারাদেশে ১০ জনের মৃত্যু

দেশের চার জেলায় রোববার বজ্রপাতে শিশুসহ ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন পাঁচজন। এ ছাড়া কিশোরগঞ্জে কলেজছাত্রসহ তিনজন এবং নওগাঁ ও হবিগঞ্জে দু’জনের মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় মৃতরা হলেন– জাকিয়া আক্তার (৮), শামসুল হুদা (৬৫), আব্দুর রাজ্জাক (৪০), সেলিম মিয়া (৬০) ও জমির খান (২২)। তাদের মধ্যে তিনজন নাসিরনগর উপজেলার বাসিন্দা। জানা গেছে, বিকেলে ধানক্ষেত দেখতে গিয়ে গোকর্ণ গ্রামের শামসুল হুদা, টেকানগর এলাকায় ধান কাটতে গিয়ে সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের রাজ্জাক মিয়া এবং ফুপুর বাড়িতে খেলার সময় চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের শিশু জাকিয়া প্রাণ হারায়। এ সময় ভলাকুট ইউনিয়নের হামিদা বেগম (৪৫) নামে এক নারী ধান শুকাতে গিয়ে বজ্রপাতে আহত হয়েছেন। তাঁর কণ্ঠনালি পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। হামিদা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

নাসিরনগরের ইউএনও শাহিনা নাসরিন বলেন, বজ্রপাতে এক দিনে উপজেলায় তিনজনের মৃত্যুর ঘটনা দুঃখজনক। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় জনগণকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে।

নাসিরনগর থানার ওসি খায়রুল আলম জানান, মৃতদের পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank