অচিরেই আন্দোলন স্থগিতের কথা দিয়েছে পবিস : মাহফুজ আলম
অচিরেই আন্দোলন স্থগিতের কথা দিয়েছে পবিস : মাহফুজ আলম
![]() |
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, পল্লী বিদ্যুৎ সমিতির কমপ্লিট শাটডাউন কর্মসূচির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হচ্ছে। তাদেরকে আলোচনায় আসতে বলেছি। উদ্দেশ্যমূলকভাবে কারও প্ররোচনায় যেন এমন কোনো কাজ না করেন যেন জনদুর্ভোগ সৃষ্টি হয়। আশা করি তারা আমাদের সঙ্গে কথা বলবেন।
তিনি বলেন, তাদের অধিকাংশ ন্যায্য দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতির মধ্যে অন্তঃদ্বন্দের জায়গা থেকে কথা বলছেন। তারপরও আমরা বলেছি দ্রুতই ন্যায্যতার ভিত্তিতে মীমাংসা করার চেষ্টা করা হবে।
বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, তাদের সঙ্গে আমার কথা হয়েছে। আমাকে কথা দিয়েছেন অচিরেই আন্দোলন স্থগিত করবেন। আগামী সপ্তাহের শুরুর কর্মদিবসে আলোচনায় বসব। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারলে ভালো হয়।
পল্লী বিদ্যুৎ সমিতিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করার অনুরোধ করা হয়েছে বলে জানান মাহফুজ আলম। তিনি বলেন, তাদের বলেছি জনগণের দুর্ভোগ সৃষ্টি করবেন না। আমরা বসার সুযোগ করে দিচ্ছি। আপনাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার চেষ্টা করব।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- স্বর্ণের দাম আবার কমলো
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার
- টানা ২য়বারের মত ‘৫ম এমারজিং এশিয়া ইনসিওরেন্স এ্যাওয়ার্ড’ অর্জন করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- মেট্রোরেলের ৪ স্টেশন বন্ধ