বৈষম্যবিরোধী আন্দোলন
হতাহতদের পরিবারকে সাহায্য করতে ফাউন্ডেশন, নেতৃত্বে ড. ইউনূস
বৈষম্যবিরোধী আন্দোলন
হতাহতদের পরিবারকে সাহায্য করতে ফাউন্ডেশন, নেতৃত্বে ড. ইউনূস
![]() |
জুলাই ও আগস্ট মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সাহায্য করতে সরকার একটি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই ফাউন্ডেশনটি গঠিত হবে। এতে সরকারের কয়েকজন উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা অন্তর্ভুক্ত থাকবেন।
ফাউন্ডেশনের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব পালন করবেন।
ড. ইউনূস বলেন, 'স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা যারা তাদের জীবন উৎসর্গ করেছেন এবং গুরুতর আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ আমরা কখনো ভুলতে পারব না।'
সরকারপ্রধান বলেন, 'তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য এবং জাতীয় দায়িত্ব। আহত ও নিহতদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করা হবে।'
তিনি জানান, আহতদের চিকিৎসা এবং পরিবারের অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে। একটি সুনির্দিষ্ট সরকারি বিভাগ ও কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হবে।
ড. ইউনূস ফাউন্ডেশনের কার্যপ্রণালী শিগগিরই ঘোষণা করবেন এবং দেশবাসীসহ প্রবাসীদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- স্বর্ণের দাম আবার কমলো
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ