শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২ || ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডা. দীপু মনি গ্রেপ্তার

অপরাজেয় বাংলা ডেস্ক

২০:০৯, ১৯ আগস্ট ২০২৪

ডা. দীপু মনি গ্রেপ্তার


আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমেকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘এখনই দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হবে।’

এর আগে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকেই আত্মগোপনে চলে যান ডা. দীপু মনিসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অবশেষে আজ সন্ধ্যায় তাকে গ্রেফতার করে ডিবি। 

এর আগে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। 

পরে তাদেরকে আদালতের হাজির করা হলে, আদালত গ্রেফতারদের প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। 


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank