শুক্রবার   ০২ মে ২০২৫ || ১৮ বৈশাখ ১৪৩২ || ০২ জ্বিলকদ ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এনবিআর চেয়ারম্যান হলেন আবদুর রহমান খান

অপরাজেয় বাংলা ডেস্ক

১৮:৩৭, ১৪ আগস্ট ২০২৪

এনবিআর চেয়ারম্যান হলেন আবদুর রহমান খান

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোঃ আবদুর রহমান খানকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

এর আগে সোমবার (১২ আগস্ট) মুনীমকে অপসারণের দাবীতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন প্রতিষ্ঠানটির নন-ক্যাডার কর্মকর্তা ও তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের একটি অংশ।

জানা গেছে: এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আর এনবিআর কার্যালয়ে আসেননি।

এনবিআর চেয়ারম্যান বর্তমানে চুক্তিভিত্তিক দায়িত্বপালন করছেন। গত সরকার একাধিকবার তার চুক্তি নবায়ন করেছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank