শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২ || ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পুলিশ স্বাভাবিক কাজ শুরু করলে সেনারা ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

অপরাজেয় বাংলা ডেস্ক

১৭:৪৪, ১২ আগস্ট ২০২৪

পুলিশ স্বাভাবিক কাজ শুরু করলে সেনারা ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান।

আজ সোমবার বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে তিনি এ কথা জানান।

এসময় সেনাপ্রধান বলেন, ‘দেশের আইনশৃঙ্খরা পরিস্থিতির উন্নতি আশাব্যাঞ্জক। পরিস্থিতির আরও উন্নতি হলে সকল নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে।’ 

এসময় তিনি সকল সহিংসতা পরিহার করে জনগণের জন্য রাজনীতি করার জন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান।

জেনারেল ওয়াকার উজ-জামান বলেন, ‘দেশের ২০ জেলায় ৩০ মাইনোরিটি রিলেটেড অপরাধ সংগঠিত হয়েছে।’ 

এর আগে, সেনাপ্রধান খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে দিক-নির্দেশনা দেন। পরে খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank