বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণে একসঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র
বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণে একসঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র
![]() |
বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা নির্ধারণে অন্তর্বর্তীকালীন সরকার ও ড. ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে প্রস্তুত। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ আগস্ট) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা জানান।
নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মিলারের কাছে সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের জন্য ভালো দিন। নোবেল লরিয়েট প্রফেসর ইউনূস সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আপনি কি স্টেট ডিপার্টমেন্ট বা প্রেসিডেন্টের পক্ষ থেকে নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছেন?
জবাবে মিলার বলেন, আমাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রপতির ভবনে (অন্তর্বর্তীকালীন সরকারের) শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সহিংসতা বন্ধে ড. ইউনূসের আহ্বানকে আমরা স্বাগত জানাই। আমরা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা নির্ধারণে অন্তর্বর্তীকালীন সরকার ও ড. ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি।
সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো যোগাযোগ হয়েছে কিনা?
জবাবে মুখপাত্র মিলার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে। আমাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স আজ তার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে তার (ইউনূসের) সঙ্গে কথা হয়েছিল কিনা জানি না, তবে তিনি উপস্থিত ছিলেন। তিনি (ইউনূস) মাত্রই শপথ নিয়েছেন।

আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- স্বর্ণের দাম আবার কমলো
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার
- টানা ২য়বারের মত ‘৫ম এমারজিং এশিয়া ইনসিওরেন্স এ্যাওয়ার্ড’ অর্জন করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- মেট্রোরেলের ৪ স্টেশন বন্ধ
- ছারছীনা দরবার শরীফের পীরের মৃত্যু