বৃষ্টি হতে পারে টানা ৫ দিন
বৃষ্টি হতে পারে টানা ৫ দিন
![]() |
সময়টা এখন আষাঢ়ের মাঝামাঝি। বাঙালিদের কাছে আষাঢ় মানেই গুমোট আবহাওয়া, আষাঢ়ে মানেই ঝুম বৃষ্টি। কিন্তু এবারের আষাঢ় মাস শুরু হয়েছিল প্রায় বৃষ্টিহীন। অবশেষে এলো বৃষ্টির লগ্ন। বাংলাদেশ আবহাওয়া অফিস বলছে বৃষ্টি হতে পারে টানা ৫ দিন। প্রায় সব বিভাগেই ঝড়বে বৃষ্টি।
গত কয়েকদিন ধরেই আবহাওয়া ছিল মেঘমেদুর। গতকাল শুক্রবার থেকেই আকাশ ছেয়েছিল সাদা-কালো মেঘে। কোথাও কোথাও হয়েছে ভারী বর্ষণও। যা অব্যাহত থাকবে কয়েকদিন।
এদিকে বৃষ্টি এমনি এমনি আসেনি। বৃষ্টির উপলক্ষ সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ। বঙ্গোপসাগরের বাংলাদেশ উপকূলে এই লঘুচাপ সৃষ্টি হয়েছে। এছাড়াও দেশজুড়ে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। যার ফলে বৃষ্টি যে নামবে সেটা বলাই যায়। হচ্ছেও তাই। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল রাত থেকেই থেকে থেকে বৃষ্টি হয়েছে। শনিবার সকালে এসে বৃষ্টির প্রকোপ কিছুটা বেড়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টা দেশের প্রায় সবগুলো বিভাগে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। যা আরও দুই দিন অব্যাহত থাকবে। অর্থাৎ আগামী ৫ দিন বৃষ্টির পরশ পেতে চলেছেন দেশবাসী।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায়
অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় রয়েছে।
ফলে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
একই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- স্বর্ণের দাম আবার কমলো
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ