নদী কেন্দ্রীক ১০৮ পশুর হাটের নিরাপত্তা দেবে নৌ পুলিশ
নদী কেন্দ্রীক ১০৮ পশুর হাটের নিরাপত্তা দেবে নৌ পুলিশ
![]() |
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নদী কেন্দ্রীক ১০৮টি পশুর হাট বসছে। এই হাটগুলো নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপুলিশের অতিরিক্ত আইজিপি আবদুল আলীম মাহমুদ।
বৃহস্পতিবার (৬ জুন) সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই তথ্য জানান।
আবদুল আলীম মাহমুদ বলেন, আসন্ন ঈদে নৌপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নদীর পাড়ে ১০৮টি পশুর হাট বসছে। সেগুলোরও নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এই হাটগুলো নিরাপত্তায় সাদা পোশাক পুলিশ মোতায়েন করা হবে।
তিনি আরও বলেন, এ সময় নদীর মাঝ পথে নৌকায় উঠা-নামা বন্ধ করা হবে এবং লঞ্চের এলোমেলো পার্কিং বন্ধ করা হবে। পশুবাহী নৌকায় যাতে অতিরিক্ত বোঝাই না করা হয় সে বিষয়ে নজরদারি করা হবে। যেখানে-সেখানে পশুবাহী নৌযান যেনো না দাঁড়ায় সে জন্যও ব্যবস্থা নেয়া হবে। নৌযানে অতিরিক্ত যাত্রীবহন করলে কঠোর হবে পুলিশ।
তিনি বলেন, ১৪ জুন তারিখ থেকে ২২ জুন পর্যন্ত পণ্যবাহী ট্রাক ও পিকআপ ফেরীতে চলাচল বন্ধ রাখা হবে। এছাড়া জালনোট বাজারে ছড়িয়ে পড়া রোধে নদীর পাড়ের ১০৮টি হাটে জাল নোট মেশিন রাখা হবে। এছাড়া ছিনতাই, ডাকাতি চাঁদাবাজি যাতে না হয় সেটিও নিশ্চিত করা হবে। গত ঈদে সদরঘাটে দুর্ঘটনা হয়েছে। সেটা যেনো পুনরাবৃত্তি না হয় সে জন্য ব্যবস্থা নেয়া হবে। সিসিটিভি মনিটরিং করা হবে।

আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- স্বর্ণের দাম আবার কমলো
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ