চিকিৎসার জন্য ব্যাংককে আবদুল আউয়াল মিন্টু
চিকিৎসার জন্য ব্যাংককে আবদুল আউয়াল মিন্টু
![]() |
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজ থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হবে তাকে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে তার স্ত্রী নাসরিন আউয়াল ও ছোট ছেলে তাজওয়ার এম আউয়াল রয়েছেন।
এর আগে শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবদুল আউয়াল মিন্টু। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকেই তাকে মঙ্গলবার ব্যাংককে নেওয়া হয়েছে।
তার বড় ছেলে ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল গণমাধ্যমকে বলেন, হাসপাতালে ল্যাবরেটরি রিপোর্ট অনুযায়ী, বাবা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এ ধরনের ক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে আবার আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি থাকে। সে জন্য তাকে বামরুনগ্রাদে নেওয়া হয়েছে।

আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- স্বর্ণের দাম আবার কমলো
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ