বিএনপি-জামায়াতের ঐক্য প্রসঙ্গে এ্যানি
বিএনপি-জামায়াতের ঐক্য প্রসঙ্গে এ্যানি
![]() |
বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির সঙ্গে জামায়াতের ঐক্য নিয়ে আওয়ামী লীগের একটা অপ রাজনীতি বিভিন্নভাবে প্রচার করছে। অথচ এই জামায়াতের সঙ্গে ১৯৮৬ ও ১৯৯৬ সালে একসঙ্গে আন্দোলন করেছে। এক কথায় জামায়াতের সঙ্গে যুগপৎ একটা আন্দোলন ছিল।
জামায়াতের সঙ্গে বিএনপির ঐক্য নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপির এই প্রচার সম্পাদক।
এ্যানি বলেন, আন্দোলন করতে গিয়ে জামায়াতের সর্বোচ্চনীতি নির্ধারকদের সঙ্গে বৈঠকও করেছে আওয়ামী লীগ। কিন্তু ক্ষমতায় এসে জামায়াতের সঙ্গে দূরুত্ব তৈরি হয়েছে। বর্তমানে জোটগতভাবে জামায়াতের সঙ্গে ঐক্য নেই। কিন্তু রাজপথে গণঅধিকার ও মানবাধিকারের স্বার্থে আমরা কর্মসূচি দিচ্ছি অন্য রাজনৈতিক দলগুলোও দিচ্ছে। ঠিক তেমনি আমাদের কর্মসূচির সঙ্গে মিল রেখে জামায়াতও কর্মসূচি করছে। এটা তো অসুবিধা হওয়ার কিছু না।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, একটা দেশে জামায়াতের চেয়ে ফ্যাসিস্ট অনেক খারাপ। জামায়াত তাদের মতো রাজনীতি করছে। কিন্তু আওয়ামী লীগ তো রাজনীতি করে না। এ জন্যই গণতান্ত্রিক দল ও জনগণকে জিম্মি করে ক্ষমতায় থাকে।

আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- স্বর্ণের দাম আবার কমলো
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ