মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫ || ২৬ কার্তিক ১৪৩২ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১০ তলা থেকে পড়ে পুলিশ কর্মকর্তার বাসার গৃহকর্মীর মৃত্যু

অপরাজেয় বাংলা ডেস্ক

১৭:০৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

১০ তলা থেকে পড়ে পুলিশ কর্মকর্তার বাসার গৃহকর্মীর মৃত্যু

রাজধানীর মালিবাগে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে আনোয়ারা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ছাদ থেকে পড়ে যাওয়ার পর ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ারা বেগম পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার তরিকুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজে দেখতে পাই সকালের দিকে ওই নারী ১০ তলা ছাদের উপরে হাঁটাহাঁটি করছিলেন। কিছুক্ষণ পর আর তাকে দেখা যায়নি। ধারণা করছি অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান।

ওসি বলেন, সহকারী পুলিশ কমিশনার তরিকুল ইসলাম ঢাকার বাইরে অপারেশনে আছেন। আমরা তাকে বিষয়টি জানিয়েছি। গৃহকর্মীর মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank