শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫ || ২৯ ভাদ্র ১৪৩২ || ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘যুক্তরাষ্ট্র টাকা পায় বলে এখনও সম্পর্ক টিকিয়ে রেখেছে’

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০২৪

‘যুক্তরাষ্ট্র টাকা পায় বলে এখনও সম্পর্ক টিকিয়ে রেখেছে’

দ্বাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশে সবচাইতে বেশি টাকা বিনিয়োগ করেছে আমেরিকা। কিন্তু তারাও বলেছে— এই নির্বাচন সুষ্ঠু নয়; কিন্তু টাকা পায় বলে সম্পর্ক টিকিয়ে রেখেছে। তার মানে এই না যে এটা স্বীকৃতি প্রদান। 

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত ‘অরক্ষিত সীমান্ত, ধর্ষিত বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার’ শীর্ষক উন্মুক্ত আলোচনায় শুক্রবার এ কথা বলেন তিনি। 

মান্না বলেন, ইউরোপের কোনো দেশ, কিন্তু স্বীকৃতি (ভোটের) দেয়নি। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন— যেখানে বলেছেন যে, ইংল্যান্ডে অনেক বাংলাদেশি অবৈধভাবে বসবাস করে, তাদের ফেরত নিয়ে যান। অথচ এই চিঠির খবর কোথাও ছাপানো হয়নি।

তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এ সময় দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank