`দুর্নীতি করব না কাউকে করতেও দেব না`
`দুর্নীতি করব না কাউকে করতেও দেব না`
![]() |
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘আমি দুর্নীতি করব না। কাউকে করতেও দেব না।’ মঙ্গলবার মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে তিনি এভাবেই নিজের অবস্থান পরিষ্কার করেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, তবে যা লেখবেন তা নির্দিষ্ট হতে হবে। কোনো ধরনের অপতথ্য প্রচার করবেন না। আমি অপতথ্যের শিকার হতে চাই না।
সচিবালয়ের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মোকতাদির চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন। এ দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা চাই। কোনো অপরাধমূলক কাজ করলে সেটা অবশ্যই আপনারা আমলে নেবেন। অতীতে বারবার অপতথ্যের শিকার হয়েছি, সেটা যাতে না হয় সেই বিষয়ে বিনীত অনুরোধ রাখব।
তিনি আরও বলেন, আমার আশপাশের কেউ অপরাধমূলক কাজ করলে তা তুলে ধরবেন- এতে আমার জন্য সুবিধা হবে এবং সংশোধনের চেষ্টা করব। তিনি বলেন, স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাই। এটাই আমার চ্যালেঞ্জ, এটাই আমার পরিকল্পনা। প্রধানমন্ত্রী বলেছেন- জিরো টলারেন্স। আমিও বলছি, দুর্নীতির বিরুদ্ধে কোনো টলারেন্স নেই।
আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- স্বর্ণের দাম আবার কমলো
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ
















