আরও ৫ মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন
আরও ৫ মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন
![]() |
নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানার দায়ের করা পৃথক পাঁচ মামলায় বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে গ্রেফতার দেখানো হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে পৃথক দুই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ এতথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, গ্রেফতার দেখানো ৫ মামলায় আজকে বিকেলে সংশ্লিষ্ট আদালতে জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রাজধানীর পল্টন থানার তিন মামলায় এবং রমনা থানার দুই মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন আসামিকে গ্রেফতার দেখানো হয়৷
গত বছরের ২ নভেম্বর দিবাগত রাত গুলশানের এক বাসা থেকে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেফতার করা হয়। এরপর গত ৩ নভেম্বর স্বপনের ৬ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর গত ৯ নভেম্বর তার রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে স্বপন কারাগারে রয়েছেন।

আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- স্বর্ণের দাম আবার কমলো
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ