১৮ বছর ধরে প্রতিবেশীর বিদ্যুৎ বিল দিয়েছেন তিনি!
১৮ বছর ধরে প্রতিবেশীর বিদ্যুৎ বিল দিয়েছেন তিনি!
![]() |
এক–দুই মাস নয়, রীতিমতো ১৮ বছর ধরে প্রতিবেশীর বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তি। নিজের ভুল ধরতে এত বছর সময় লাগা বিস্ময়কর বটে।
সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, কেন উইলসন নামের ওই ব্যক্তি ২০০৬ সাল থেকে পাশের অ্যাপার্টমেন্টের বিদ্যুৎ বিল দিয়ে আসছেন। সম্প্রতি ব্যবহারের তুলনায় বিল বেশি আসায় সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করেন। এরপর বেরিয়ে আসে প্রকৃত তথ্য।
ইউটিলিটি কোম্পানির একজন কর্মী বিদ্যুতের মিটার পরীক্ষা করতে এসে আবিষ্কার করেন, ভুল করে কোম্পানি এতদিন উইলসনের পরিবর্তে পাশের অ্যাপার্টমেন্টের জন্য বিল করে আসছে এত বছর।
উইলসন বলেন, ‘আমি ভেবেছিলাম কেউ আমার বিদ্যুৎ চুরি করছে বা মিটারটি ত্রুটিপূর্ণ ছিল। পরে আসল ঘটনায় অবাক হয়েছি।’
এদিকে এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভুল স্বীকার করেছে। এক বিবৃতিতে বলেছে, ‘আমরা ত্রুটি স্বীকার করছি এবং আমরা গ্রাহকের সঙ্গে কথা বলে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি ঠিক করব।’

আরও পড়ুন
- ২৬ সেপ্টেম্বর কী ঘটবে, কেন এত আলোচনা?
- জয়নুল আবেদিনের চিত্রকর্ম ৮ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি
- ভারতে শকুন কমে যাওয়ায় অতিরিক্ত ৫ লাখ মানুষের মৃত্যু
- মানুষের মতো হাতিরাও একে অন্যকে ডাকে নাম ধরে!
- ১৮ বছর ধরে প্রতিবেশীর বিদ্যুৎ বিল দিয়েছেন তিনি!
- আজ ‘বেস্ট ফ্রেন্ড’ দিবস
- স্বামীর গায়ের রং কালো, তাই বাপের বাড়ি চলে গেলেন স্ত্রী
- রান্নায় বিশ্বসেরা আবির, বানালেন বাংলাদেশি খাবার
- সঙ্গীর খোঁজে তিনটি মহাসাগর পাড়ি দিয়েছে পুরুষ তিমি
- স্বপ্নপূরণে ৮০ বছর বয়সে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় চোই