শনিবার   ১২ অক্টোবর ২০২৪ || ২৬ আশ্বিন ১৪৩১ || ০৫ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এখন নতুন কিছু দল গজাচ্ছে, সেটা গজাক: প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট 

০০:১২, ২০ নভেম্বর ২০২১

১৪০৫

এখন নতুন কিছু দল গজাচ্ছে, সেটা গজাক: প্রধানমন্ত্রী

ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ’তাদের যেন কোন রকম বাধা দেওয়া না হয়।’

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে এ বলেন তিনি।

'যত আমরা ভাল কাজ করি, সেখানে একটা বির্তক সৃষ্টি করার চেষ্টা সব সময় এদের আছে। এটা বিএনপি জামায়াতই সব থেকে বেশি সক্রিয়। আবার এখন নতুন কিছু গজাচ্ছে। সেটা গজাক।’

নুতন দলকে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কালকেও আইজিপিকে বলেছি যারা নতুন পার্টি করতে চাচ্ছে তাদের পার্টি করতে দেওয়া উচিত এবং তারা দল করুক, তারা কাজ করুক। কারণ বাংলাদেশে দরকার আছে। যে যত দল করতে চায় করতে পারে।’

‘এখানে বহু দলীয় গণতন্ত্র বিদ্যমান। কাজেই এখানে যেন কোন রকম বাধা দেওয়া না হয়। মিছিল করতে চাচ্ছে মিছিল করুক। মিছিলে আমরা বাধা দেবো কেন?’

প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের যত রকম আন্দোলন আছে করুক। কিন্তু মানুষ পোড়ায়ে মারতে পারবে না, কোন যানমালের ক্ষতি করতে পারবে না, সেটা আমাদের দেখতে হবে, যেন কোন জিনিসের ক্ষতি করতে না পারে।’

গত ২৬ অক্টোবর ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ' নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির আহ্বান ড. রেজা কিবরিয়া এবং সদস্য সচিব নুরুল হক নূর। দলটির আহ্বায়ক কমিটিতে ১০১ জন সদস্য রয়েছেন।

রেজা কিবরিয়া ২০০৫ সালের ২৭ জানুয়ারি গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেতা প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ছেলে।  শাহ এএমএস কিবরিয়া ১৯৯৬-২০০১ মেয়াদে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে অর্থমন্ত্রী ছিলেন।

২০১৮ সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আগে রেজা কিবরিয়া ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগদান করেন। সেই নির্বাচনে ড. রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। পরে ২০১৯ সালে তিনি তাকে গণফোরামের সাধারণ সম্পাদক করা হয়। গেল ফেব্রুয়ারি মাসে তিনি গণফোরাম ছাড়ার ঘোষণা দেন।

অন্য দিকে কোটাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে পরিচিতি পান নুরুল হক নূর। পরে তিনি ডাকসুর ভিপি নির্বাচিত হন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

জনপ্রিয়

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত