বুধবার   ৩০ এপ্রিল ২০২৫ || ১৬ বৈশাখ ১৪৩২ || ২৯ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৪ ঘণ্টার মধ্যে স্বর্ণের দাম বাড়লো আরও সাড়ে ৫ হাজার টাকা

অপরাজেয় বাংলা ডেস্ক

২৩:২৪, ২২ এপ্রিল ২০২৫

২৪ ঘণ্টার মধ্যে স্বর্ণের দাম বাড়লো আরও সাড়ে ৫ হাজার টাকা

সোনার দামের লাগাম যেন টানাই যাচ্ছে না। লাগাম এমনভাবে ছুটছে যে বাড়তে বাড়তে বছরের ব্যবধানে সোনার ভরি ১ লাখ ৭০ হাজার টাকা ছাড়িয়েছে। সর্বশেষ এক মাসে সোনার দর সংশোধন হয়েছে ১১ বার। এর মধ্যে একবার সোনার দাম কমেছে, বেড়েছে ১০ বার। সর্বশেষ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানের দর সংশোধনে ভরিতে সোনার দাম বেড়েছে ৫ হাজার ৩৪২ টাকা। ফলে এখন থেকে ভালো মানের এক ভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা।

মঙ্গলবার (২২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দর সংশোধনের এ ঘোষণা দেওয়া হয়। বুধবার (২৩ এপ্রিল) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২৩ এপ্রিল থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮০৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৪৫ হাজার ৫৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার ৫১২ টাকা।

এ দিন রূপার দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৪৬ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ২ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ২ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ২২ এপ্রিল সোনার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময়ও মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল। এমনকি ওইদিন রুপার দামও বাড়ে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank