সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪ || ২৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ০৪ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রযোজকের বিরুদ্ধে শাকিব খানের আরেক মামলায় তদন্তে পিবিআই

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:৪৩, ২৭ মার্চ ২০২৩

৪০৩

প্রযোজকের বিরুদ্ধে শাকিব খানের আরেক মামলায় তদন্তে পিবিআই

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রযোজক মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে নায়ক শাকিব খানের করা মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে শাকিব খান মামলার আবেদন করেন।

এসময় আদালত মামলাটি গ্রহণ করে অভিযোগের বিষয়টটি তদন্ত করে আগামী ৬ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান এতথ্য জানান।

এদিন বেলা পৌনে একটার দিকে মামলা করতে আদালতে আসেন শাকিব খান। পরে আদালত তার জবানবন্দি গ্রহণ করেন।

গত ২৩ মার্চ চাঁদাদাবি, হত্যার হুমকির অভিযোগে মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা করেন নায়ক শাকিব খান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তার জবানবন্দি গ্রহণ করে  মোহাম্মদ রহমত উল্লাহকে আগামি ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

এরপর শাকিব খান যান ঢাকার সাইবার ট্রাইব্যুনালে  ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে। তবে মামলা দায়েরের সময় অতিবাহিত হওয়ায় এদিন তিনি মামলা করতে পারেননি। সোমবার তাকে আদালতে আসতে বলেন বিচারক।


জানা যায়, এর আগে একাধিকবার চলচ্চিত্র প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে  মামলা করতে থানায় শাকিব খান। তবে থানা মামলা গ্রহণ না করে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত