শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জবি শিক্ষার্থীর মোবাইল ছিনতাই: ২ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:২৬, ২২ সেপ্টেম্বর ২০২২

৩৫৬

জবি শিক্ষার্থীর মোবাইল ছিনতাই: ২ জনের কারাদণ্ড

রাজধানী কারওয়ান বাজার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী পারিশা আক্তারের মোবাইল ছিনতাইয়ের মামলায় দুই ছিনতাইকারীকে এক বছরের কারাদণ্ডের আদেশ  দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

কারাদণ্ড প্রাপ্ত ওই দুই আসামি হলেন, মূল ছিনতাইকারী মো. রিপন আকাশ ও মোবাইল ক্রেতা মো. শফিক।

জানা যায়, গত ২১শে জুলাই তানজিল বাসে নিজ বাসায় ফিরছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিশা আক্তার। সন্ধ্যা ৬ টায় কারওয়ান রাজারস্থ ওয়াসা ভবনের সামনে ট্রাফিক সিগন্যালে থামলে বাসের জানালা থেকে এক ছিনতাইকারী পারিশার হাত থেকে মোবাইল ফোন টান দিয়ে নিয়ে যায়।  এসময় দ্রুত বাস থেকে নেমে নিজের ফোন না পেলেও কিছুক্ষণ পর অপর এক ছিনতাইকারীকে ধরে ফেলেন পারিশা।

কৌশলে আরেক ছিনতাইকারীকে হাজির করে দুই জনকেই পুলিশে দেন তিনি। তবে আটককৃত দুই ছিনতাইকারী বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকলেও পারিশার মোবাইল চুরির ঘটনার সাথে জড়িত ছিল সেই প্রমাণ মেলেনি। তবে পরে ওই শিক্ষার্থীর দুই ছিনতাইকারীকে আটকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

গত ৩ আগষ্ট তেজগাঁও থানার সাব-ইন্সপেক্টর তারেক জাহান খান দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত