শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১২ শ্রাবণ ১৪৩১ || ১৮ মুহররম ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশকে বৈশ্বিক গেটওয়েতে যুক্ত হতে হবে: ইইউ রাষ্ট্রদূত

অপরাজেয় বাংলা ডেস্ক

২২:৫৬, ১০ জুন ২০২৪

১৬১

বাংলাদেশকে বৈশ্বিক গেটওয়েতে যুক্ত হতে হবে: ইইউ রাষ্ট্রদূত

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় গুণগত উন্নত প্রযুক্তি পেতে বাংলাদেশকে গ্লোবাল গেটওয়ে প্লাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। 

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইইউ রাষ্ট্রদূত বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশে কাজের অনেক সুযোগ রয়েছে। 

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে কাজের সুযোগ আছে। এ বিষয়ে ইইউ বাংলাদেশ থেকে অভিজ্ঞতা অর্জন করতে চায়। এতে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।

চার্লস হোয়াইটলি বলেন, রোহিঙ্গা ইস্যু দিনদিন কঠিন হচ্ছে। সেখানে সীমান্তের মধ্যে তারা মানবেতর জীবনযাপন করছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এই সমস্যা ভুলে যাবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

গাজায় গণহত্যা নিয়ে রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এক বিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হয়েছে। আমরা পরিস্থিতি মূল্যায়ন করছি। 

ডিক্যাবের সভাপতি নুরুল ইসলাম হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিক্যাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত