রোববার   ০৬ অক্টোবর ২০২৪ || ২০ আশ্বিন ১৪৩১ || ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের এমডির মেয়ে নিহত

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:১৪, ৭ ডিসেম্বর ২০২৩

৭৪৫

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের এমডির মেয়ে নিহত

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলীর মেয়ে নাদিহা আলী নিহত হয়েছেন। বুধবার দেশটির ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে এ দুর্ঘটনা ঘটে।

ইউনিক গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রে জানাজা শেষে আজ বৃহস্পতিবার তার দাফন সম্পন্ন হবে।

নাদিহা আলীর বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা।  

নাদিহা আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইউনিক গ্রুপ। এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

ইউনিক গ্রুপের প্রধান কার্যালয় এবং গ্রুপের সব ইউনিটে নাদিহার জন্য বিশেষ দোয়া হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত