শুক্রবার   ২৯ সেপ্টেম্বর ২০২৩ || ১৪ আশ্বিন ১৪৩০ || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:০২, ৫ মে ২০২৩

১৭৭

কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু 

রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত এক তরুণের মৃত্যু হয়েছে।

কমলাপুর রেলওয়ে থানার ডিউটি অফিসার এএসআই নভেরা নাসরিন বাসসকে বলেন, 'বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহগামী হাওর এক্সপ্রেস যাওয়ার সময় ১৭ বছর বয়সী ছেলেটি তাড়াহুড়ো করে রেললাইন পার হওয়ার চেষ্টা করছিল। চলন্ত ট্রেনের ধাক্কায় সে ট্রেনের নিচে পড়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।' 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নীল রঙের ফুলহাতা শার্ট ও জিন্স প্যান্ট পরা ছেলেটির শরীর বাজেভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তাকে শনাক্ত করা যায়নি। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
খবর বিভাগের সর্বাধিক পঠিত