বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ || ১ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৫ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট

১৯:০০, ২৫ মার্চ ২০২১

৪৯২

স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন

রাজধানীর মোহাম্মদপুরের বিহারী পল্লীতে প্রথম স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী ইসলাম সৃষ্টিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ মার্চ) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মাকসুদা পারভীন এই রায় দেন। দণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

মামলাটিতে অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস প্রদান করেন আদালত। তারা হলেন, মা বদরুন্নেছা, দ্বিতীয় স্ত্রী বেবী ও বোন বেবীকে (২)। 

মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২০ ফেব্রুয়ারি প্রথম স্ত্রী ফারজানাকে শরীরে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ফারজানার বাবা রেজা বাদী হয়ে এই মামলা করেন। ২০০৫ সালের ২৮ জুন মোহাম্মদপুর থানার তৎকালীন উপপরিদর্শক শিহাব উদ্দিন এই মামলায় চার্জশিট দাখিল করেন। 

প্রথমে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলার সাক্ষ্যগ্রহণ হয়। পরে মামলাটি বদলি হয়ে এই আদালতে আসে। ২০১৪ সালের ২ এপ্রিল দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগে চার্জ গঠনের মাধ্যমে তাদের বিচার শুরু হয়। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত