অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২ লাখ টাকার সঞ্চয়পত্রে টিআইএন লাগবে না

সিনিয়র করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ৩ জুন ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৫:২৮ পিএম, ৩ জুন ২০২১ বৃহস্পতিবার

সাধারণের তথ্য মধ্যবিত্তের সঞ্চয়পত্র কেনার প্রক্রিয়া আরও কিছুটা সহজ এবং শর্ত শিথিল করা হলো প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে। যার অন্যতম হচ্ছে সঞ্চয়পত্র কেনার জন্য 
ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) সার্টিফিকেটের প্রয়োজনীয়তা।

****দাম কমতে পারে যেসব পণ্যের

****দাম বাড়তে পারে যেসব পণ্যের

এর আগে ৫০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে টিআইএন প্রয়োজন হতো না। এবারের প্রস্তাবে এই সিলিং দুই লাখ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। সে হিসাবে দুই লাখ টাকার বেশি অংশে যারা সঞ্চয়পত্র কিনবেন তাদের কাছেই টিআইএন থাকতে হবে। এর নীচের অংকে টিআইএন প্রয়োজন হবে না। 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২১ অর্থবছরের বাজেট বক্তৃতায় একথা জানান।

**করোনা মহামারি মোকাবেলায় আবারও ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ

**সংসদে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন অর্থমন্ত্রীর

***সংসদে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন অর্থমন্ত্রীর

**করোনাতেও জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ

**বেসরকারি বিশ্ববিদ্যালয়-কলেজের আয়ে করারোপ ১৫ শতাংশ

**মাথাপিছু আয় বেড়ে ২২২৭ ডলার, গড় আয়ু ৭২.৬ বছর

**সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে

**প্রতিমাসে ২৫ লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা

****২ লাখ টাকার সঞ্চয়পত্রে টিআইএন লাগবে না

"দুই লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্র ক্রয় এবং পোস্টাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এছাড়াও করের আওতা সম্প্রসারণে বাড়ির নকশা অনুমোদনে ও সমবায় সমিতির রেজিস্ট্রেশনে টিআইএন জমা দিতে হবে," বলেন অর্থমন্ত্রী।

এ সময় জাতীয় সংসদে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।