বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দাম কমতে পারে যেসব পণ্যের

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:০৩, ৩ জুন ২০২১

আপডেট: ১৭:৫১, ৩ জুন ২০২১

৬৩৯

দাম কমতে পারে যেসব পণ্যের

২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের করহার কমানো হয়েছে
২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের করহার কমানো হয়েছে

২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের করহার কমানো হয়েছে। এতে এসব পণ্যের দাম কমতে পারে।

**দাম বাড়তে পারে যেসব পণ্যের

দাম কমতে পারে যেসব পণ্যের-
স্টেইনলেস স্টিল, পোল্ট্রি খাবারের উপকরণ, মেডিকেল ডিভাইস তৈরির উপকরণ, ক্যান্সারনিরোধী ওষুধ তৈরির উপকরণ, স্থানীয়ভাবে উৎপাদিত ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রিন্ডার, বৈদ্যুতিক কেতলি, রাইন কুকার, মাল্টি কুকার, প্রেসার কুকার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন, ওষুধ তৈরির উপকরণ, স্থানীয়ভাবে তৈরি কম্পিউটার, ল্যাপটপ, নোটবুক, নোটপ্যাড, ট্যাব, মাউস, মাদারবোর্ড, পাওয়ার ব্যাংক, রাউটার, নেটওয়ার্ক সুইচ, নেটওয়ার্ক ডিভাইস/হাব, স্পিকার, সাউন্ড সিস্টেম, ইয়ার ফোন, হেডফোন, পেনড্রাইভ, মাউক্রো এসডি কার্ড, ফ্ল্যাশ মেমরি কার্ড, সিসিটিভি, মনিটর, প্রজেক্টর, ইউএসবি ক্যাবল, ডেটা ক্যাবল, পাওয়ার টিলার, কম্বাইন্ড হারভেস্টর, স্থানীয়ভাবে উৎপাদিত স্যানিটারি ন্যাপকিন, সতেজ ফল, রাইস ব্র্যান ওয়েল, পেপার কাপ, এলইডি লাইট, মাইক্রোবাস, হাইব্রিড ভেহিক্যালস, ও টাইলস তৈরির কাঁচামাল ইত্যাদি।

নতুন অর্থবছরের জন্য ছয় লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট জাতীয় সংসদের সামনে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

**সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে

**করোনা মহামারি মোকাবেলায় আবারও ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ

**সংসদে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন অর্থমন্ত্রীর

**করোনাতেও জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ

**বেসরকারি বিশ্ববিদ্যালয়-কলেজের আয়ে করারোপ ১৫ শতাংশ

**মাথাপিছু আয় বেড়ে ২২২৭ ডলার, গড় আয়ু ৭২.৬ বছর

****প্রতিমাসে ২৫ লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা

**২ লাখ টাকার সঞ্চয়পত্রে টিআইএন লাগবে না

****বাড়ছেনা ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা

২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই ব্যয় বিদায়ী ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১২ শতাংশ বেশি। আর মূল বাজেটের চেয়ে ৬ দশমিক ২৮ শতাংশ বেশি।

বিদায়ী অর্থবছরে মুস্তফা কামালের দেওয়া মূল বাজেটের আকার ছিল পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে পাঁচ লাখ ৩৮ হাজার ৯৮৩ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত