অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শ্রদ্ধার রূপের রহস্য টুথপেস্ট

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০১:৪২ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৩:২১ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

বলিউডে পদচারণার পর সুনিপুণ অভিনয় গুণে বিজ্ঞ মহলের নজর কেড়েছেন শ্রদ্ধা কাপুর। সেই সঙ্গে মোহনীয় সৌন্দর্য দিয়ে কোটি তরুণের হৃদয় হরণ করেছেন তিনি। কখনই তার চেহারায় কোনো ব্রণ দেখা যায় না। ছোপ, দাগও থাকে না।

কিন্তু এর রহস্য কী? অবশেষে পাওয়া গেল সেই কৌতুহলী প্রশ্নের উত্তর। তা ফাঁস করলেন শ্রদ্ধা নিজেই। বললেন, ত্বকের সৌন্দর্যে টুথপেস্ট ব্যবহার করেন তিনি।

একটি শীর্ষস্থানীয় ভারতীয় ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে শ্রদ্ধা বলেন, আমি ব্রণ তাড়াতে মুখে টুথপেস্ট ব্যবহার করি। ফলে ছোপ, দাগের সৃষ্টি হয় না। রূপে ভাটা পড়ে না। 

শ্রদ্ধাকে জিজ্ঞেস করা হয়, ত্বকের সুরক্ষায় কী ব্যবহার করেন? জবাবে তিনি বলেন, যদি আমার মুখে তৈলাক্ত ভাব দেখা দেয়, তাহলে টুথপেস্ট ব্যবহার করি। পরে তা ধুয়ে ফেলি। এতে মুখে শুষ্কাভাব আসে। নোংরা দূর হয়। ফলে খোঁসপাচড়া হয় না।

যেভাবে কাজ করে টুথপেস্ট
টুথপেস্টে থাকে সিলিকা, যা আর্দ্রতা দূর করে এবং শুষ্কতা বজায় রাখে। এ প্রক্রিয়ায় ব্রণ ধ্বংস করে।