অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৮ অক্টোবর থেকে শুরু ডিজিটাল লাইফস্টাইল এক্সপো

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১২:০৫ এএম, ২৬ অক্টোবর ২০২২ বুধবার  

নারী উদ্যোক্তাদের কমিউনিটি নিবেদিতা আয়োজন করছে দেশের সবচেয়ে বড় গ্র্যান্ড লাইফস্টাইল এক্সপো। বিশ্ব নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে ‘নিবেদিতা স্প্লেন্ডর ২০২২’ শিরোনামে এ আয়োজন করা হয়েছে।

আগামী ২৮-২৯ অক্টোবর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন এ লাইফস্টাইল এক্সপো অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে।

আয়োজকরা জানান, এক্সপোতে প্রায় ৭০ জনেরও বেশি নারী উদ্যোক্তা এবং বিভিন্ন অনলাইন, অফলাইন ব্র্যান্ড অংশগ্রহণ করবেন। জনপ্রিয় সব সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও ভ্লগাররা এক্সপোতে উপস্থিত থেকে ব্র্যান্ডগুলোর প্রমোট করবেন।

এ ছাড়াও দর্শনার্থীদের জন্য আছে বিভিন্ন কালচারাল আয়োজন। যেখানে থাকবে ফ্যাশন শো, সংগীতশিল্পী তাহসান খানের লাইভ মিউজিক শো, ডান্স পারমফরমেন্স, স্ট্যান্ড আপ কমেডি শো, র্যাফেল ড্রসহ বিশেষ আকর্ষণ। এক্সপো সবার জন্য উন্মুক্ত।

এক্সপোতে কেনাকাটায় থাকবে র্যাফেল ড্র। বিজয়ীদের জন্য আছে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে ডায়মন্ডের জুয়েলারি, ডিজাইনার ড্রেস, ভ্যানিটি ফার্নিচারসহ আকর্ষণীয় উপহার।

এতে টাইটেল পার্টনার ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড, পাওয়ারড বাই ফ্যাশন ব্র্যান্ড ফেস্টিভাইব। অ্যাসোসিয়েট পার্টনার বাংলাদেশ হাই-টেক পার্ক লিমিটেড এবং এস্তে মেডিকেল বাংলাদেশ।

বাংলাদেশ হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নারীদের উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে নারীরা। আমরা এ উদ্যোগের সার্বিক সফলতা কামনা করছি।’

নিবেদিতার প্রতিষ্ঠাতা ও সিইও আনিকা ইসলাম বলেন, ‘এ এক্সপো নারী উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ সৃষ্টি করবে মানুষের মধ্যে তাদের পণ্যগুলো সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করতে। আগামী বিশ্ব নারী উদ্যোক্তা দিবসে আমাদের প্রত্যাশা থাকবে, প্রত্যেক নারী উদ্যোক্তা তার ব্যবসাকে প্রতিষ্ঠার মাধ্যমে নিজের উন্নয়নের পাশাপাশি সমাজে অবদান রাখতে পারবেন।’