অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিএনএন থেকে বরখাস্ত ক্রিস কুমো

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৬:৫১ পিএম, ৫ ডিসেম্বর ২০২১ রোববার   আপডেট: ০৬:৫৪ পিএম, ৫ ডিসেম্বর ২০২১ রোববার

অ্যান্ড্রু কুমো (বামে) ও ক্রিস কুমো

অ্যান্ড্রু কুমো (বামে) ও ক্রিস কুমো

উপস্থাপক ক্রিস কুমোকে চূড়ান্তভাবে বরখাস্ত করেছে কেবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন)। নিজের ভাই, নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে সহযোগিতার দায়ে বরখাস্ত হলেন ক্রিস।

এর আগে অভিযোগ প্রকাশ্যে আসার পর সাময়িকভাবে সিএনএন থেকে বরখাস্ত হয়েছিলেন এই সাংবাদিক। এবার পাকাপাকিভাবে কর্মক্ষেত্র ছাড়তে হচ্ছে তাকে। খবর বিবিসি'র।

নতুন উদ্ঘাটিত কিছু তথ্যের সুবাদে চূড়ান্ত এ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএনএন। ভাই অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে আনীত (ও পরবর্তীকালে প্রমাণিত) যৌন হয়রানির অভিযোগের পর তাকে সে ব্যাপারে সাহায্য করেছিলেন ক্রিস কুমো। এই স্ক্যান্ডাল ধামাচাপা দেওয়ার চেষ্টার কারণেই চাকুরি হারালেন ক্রিস কুমো।

বরখাস্তের পর এক টুইট বার্তায় ৫১ বছর বয়সী কুমো লিখেছেন তিনি হতাশ এবং সিএনএন থেকে এরকম বিদায় তিনি চাননি।

আরও পড়ুন: সিএনএন থেকে সাময়িক বরখাস্ত ক্রিস কুমো