অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১৮ থেকে ২৫ বছর বয়সীদের টিকার নিবন্ধনের সিদ্ধান্ত অধিদফতরের

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০১:২৯ পিএম, ১১ অক্টোবর ২০২১ সোমবার   আপডেট: ০২:২৭ পিএম, ১১ অক্টোবর ২০২১ সোমবার

অক্টোবর শেষ সপ্তাহ থেকেই এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে

অক্টোবর শেষ সপ্তাহ থেকেই এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা নেওয়ার বয়সসীমা কমিয়ে আনার বিষয়ে গত চার মাস ধরেই আলোচনা চলছে। সরকার চাইছে টিকা গ্রহণে নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ২৫ বছর থেকে ১৮ করতে। অবশেষে এ বিষয়ে সিদ্ধান্ত পৌঁছেছে স্বাস্থ্য অধিদফতর।

**দুই ডোজ মিলিয়ে ৬ লাখের বেশি টিকা প্রয়োগ

সোমবার (১১ অক্টোবর) অধিদফতর সূত্রে জানা গেছে, অক্টোবর শেষ সপ্তাহ থেকেই এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে। 

জানা গেছে, টিকার বয়সসীমা কমিয়ে ২৫ বছর থেকে ১৮ বছর করার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ কার্যক্রম শুরু করতে আইসিটি বিভাগকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের প্রক্রিয়া শেষ হলেই আঠারো বছরের বেশি বয়সীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করবে অধিদফতর। 

এর আগেও মাসেখানেক আগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন ২৫ বছর থেকে ১৮ বছর টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। কিন্তু বাস্তবে সেটি দেখা যায়নি। 

স্কুল শিক্ষার্থীদের টিকা প্রসঙ্গেও জানা গেছে, ১২ বছর থেকে ১৭ বছরের সব স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। তাদের আপাতত ফাইজারের টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে স্কুলের শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনের সনদের মাধ্যমে টিকা নিবন্ধনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে টিকাদানের ক্ষেত্রে বাংলাদেশ শুধু মিয়ানমারের চেয়ে ভালো অবস্থানে আছে। বাংলাদেশ এ পর্যন্ত ১০ দশমিক ৩ শতাংশ মানুষকে দুই ডোজ টিকা দিতে পেরেছে।

সরকারের লক্ষ্য দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশকে টিকার আওতায় আনা। সেই হিসাবে প্রায় সাড়ে ১৩ কোটি মানুষকে টিকা দিতে হবে। 

১০ অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর ৩ কোটি ৬৫ লাখ ৯৯ হাজার মানুষকে টিকার প্রথম ডোজ দিয়েছে। দুই ডোজ টিকা পেয়েছেন ১ কোটি ৮১ লাখ ৩০ হাজার মানুষ। এ পর্যন্ত মোট ৫ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে।

বাংলাদেশে করোনার টিকা প্রথম এসেছিল গত ২১ জানুয়ারি। সর্বশেষ চালান এসেছে ৯ অক্টোবর। সবচেয়ে বেশি টিকা এসেছে সেপ্টেম্বর মাসে, ২ কোটি ৫১ লাখের কিছু বেশি।